ঢাকা ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২১
পটুয়াখালী : বীর মুক্তিযোদ্ধাকে মারধর করার ঘটনায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ২নং টিয়াখালী ইউপি চেয়ারম্যান মো. মশিউর রহমান শিমুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. আবু জাফর রিপন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে যেহেতু পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার ২নং টিয়াখালী ইউপি চেয়ারম্যান মো. মশিউর রহমান শিমুর বিরুদ্ধে একই উপজেলার বীর মুক্তিযোদ্ধা জনাব মো. শাহ আলমের গৃহে বেআইনিভাবে প্রবেশ করে চাঁদা দাবী ও হত্যার উদ্দেশ্যে মারপিট করার অভিযোগে কলাপড়া থানায় দায়েরকৃত মামলা নং-৪২৭/৫০৬ (জিআর নং-২৮/২৪৩) এ গ্রেফতার হয়ে জেল হাজতে থাকায় ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরীপন্থি বিবেচনায় স্থানীয় সরকার ৩৪ (১) ধারা অনুযায়ী তার স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো। এ আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারি করা হলো এবং তা অবিলম্বে কার্যকর হবে।
এ বিষয়ে জানতে চাইলে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত শহিদুদ হক বলেন, ‘আমি বিষয়টি সম্পর্কে জেনেছি তবে অফিসিয়াল ডকুমেন্ট এখনও হাতে পাইনি’।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক