ঢাকা ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২০
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আমানুল হক সেন্টু মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। আমানুল হক সেন্টু ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন।
আজ শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ফুলবাড়িয়ার নিজ বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ চেয়ারম্যান ও তার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা শফিকুল আলম এমএসসি জানান, আমানুল হক সেন্টু দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। শুক্রবার ভোরে তিনি মারা যান।
বাদ জুমা শহরের ট্যাংকেরপাড় জামে মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে সদর উপজেলার বিজেশ্বর গ্রামে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক