পটুয়াখালীর মির্জাগঞ্জে গেম খেলার জন্য মোবাইল ফোন কিনে না দেয়ার অভিমান করে মোঃ সাজ্জাদ হাওলাদার (১৭) নামে এক মাদ্রাসা ছাত্র আত্মহত্যা করেছে।
ঘটনাটি ঘটেছে উপজেলায় আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর ঝাটিবুনিয়া গ্রামের মহিষকাটা বাজার সংলগ্ন এলাকায় শনিবার (১২ জুন) দুপুরে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন মাদ্রাসা বন্ধ থাকায় প্রতিদিন মোবাইলে গেম খেলতো সাজ্জাদ। গেম খেলার একপর্যায়ে প্রায় একমাস আগে তার ব্যবহৃত মোবাইল ফোনটি নষ্ট হয়ে যায়। এতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে সাজ্জাদ।
সে তার মা-বাবাকে নতুন ফোন কিনে দিতে চাপ সৃষ্টি করতে থাকে। কিন্তু তারা তাকে নতুন মোবাইল ফোন কিনে না দেয়ায় তাদের সাথে অভিমান করে ঘটনার দিন (শনিবার) সকালে সবার অগোচরে নিজ বাসভবনের (শাহজাহান ভবন) তিন তলার ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে নিচে পড়ে গুরুতর আহত হয়।
আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। অ্যাম্বুলেন্স যোগে বরিশাল শেবাচিম হাসপাতালে যাওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিববুল্লাহ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি অনুসন্ধান শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিহত সাজ্জাদ হাওলাদার উপজেলার কলাগাছিয়া দাখিল মাদরাসার দশম শ্রেনীর ছাত্র ও স্থানীয় শাহজাহান হাওলাদারের পুত্র।