মির্জাগঞ্জে বিকাশ প্রতারক চক্রের সদস্য আটক

প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২০

মির্জাগঞ্জে বিকাশ প্রতারক চক্রের সদস্য আটক
নিউজটি শেয়ার করুন

 

পটুয়াখালী : পটুয়াখালীর মির্জাগঞ্জে মুঠোফোনে বিকাশের মাধ্যমে প্রতারণাকারী চক্রের এক সদস্যকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) রাত ৯ টায় উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের বটতলা গ্রাম্য বাজার থেকে তাকে আটক করা হয়।

 

আটককৃত ব্যক্তি মির্জাগঞ্জ ইউনিয়নের দক্ষিণ মির্জাগঞ্জ গ্রামের মো. আব্দুস সোবাহান মিরার ছেলে মো. মিজানুর রহমান মিরা (৩৫)।

 

পুলিশ জানায়, মুঠোফোনের মাধ্যমে বিভিন্ন স্থান থেকে বিকাশ একাউন্ট ও মোবাইল ব্যাংকিং গ্রাহকদের কাছ থেকে কৌশলের মাধ্যমে প্রতারণা করে আসছিল মিজানুর। শনিবার বটতলা হাওলাদার বিকাশ এজেন্টের দোকানে গিয়ে নিজেকে বিকাশ অফিসের কর্মচারী পরিচয় দেয় এবং একটি মোবাইল নাম্বার থেকে ফোন দিয়ে তাকে বিকাশের কর্মচারী বলে দোকানদারের মোবাইল ও সিম দেওয়ার জন্য বলে। যদি না দেওয়া হয় তাহলে সিম বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। দোকানদার কৌশলে পুলিশকে খবর দেয়। পুলিশ যেয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

 

ঘটনার সত্যতা স্বীকার করে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম. আর. শওকত আনোয়ার ইসলাম বলেন, প্রতারণার আইনে আটকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।


নিউজটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

আমাদের ফেসবুক পেজ