ঢাকা ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ, মে ১, ২০২৩
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে বিএনপির উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ মে) সকাল ১১ টায় উপজেলার কলেজ রোড এলাকার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন ফরাজির বাড়িতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সদর ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ফারুক মাস্টারের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী রাশেদ শামসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন ফরাজী।
আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম, পটুয়াখালী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও মাধবখালি ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন চৌধুরী পাশা, উপজেলা যুবদলের সদস্য সচিব গাজী আতাউর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম, ছাত্রদলের আহবায়ক আবুল বসার মোখলেছ, সুবিদখালী সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল, মজিদবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক-মোজাম্মেল হোসেন মৃধা।
এসময় উপস্থিত ছিলেন, সুবিদখালী সরকারি কলেজের ছাত্রদলের আহবায়ক ইমরুল ইসলাম আলাল, মির্জাগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক বাবু খান, যুবদল নেতা মামুন গোলদার, ছাত্রদল নেতা সাব্বির ফরাজিসহ উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ইউনিয়ন বিএনপি’র দুই শতাধিক নেতাকর্মী।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক