ঢাকা ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২১
পটুয়াখালী : ‘রিকশার প্যাডলে প্রতিবন্ধীর জীবিকা’ শিরোনামে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর আন্তর্জাতিক নারী দিবসে প্রতিবন্ধী রোজীনাকে জয়িতা পুরস্কার দিয়েছে উপজেলা প্রশাসন।
‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর মির্জাগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়।
সোমবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও মহিলা অধিদফতর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খান মো: আবুবকর সিদ্দিকী।
উপজেলা নির্বাহি অফিসার মোসা: তানিয়া ফেরদৌসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন মৃধা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: দিলরুবা ইয়াসমীন লিজা, মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা: শিরিন সুলতানা প্রমুখ।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক