মির্জাগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৩

মির্জাগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
নিউজটি শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালী মির্জাগঞ্জ উপজেলায় পানিতে ডুবে মো. আব্দুর রহমান আয়ান (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের মনোহরখালীর গ্রামের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। আয়ান ওই গ্রামের মো. রাসেল হাওলাদারের ছেলে।

 

 

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, পরিবারের সবার অগোচরে বাড়ির পশ্চিম পাশের একটি ডোবায় পড়ে যায় আয়ান। খোঁজাখুঁজির একপর্যায়ে ডোবার পানিতে ভাসতে দেখে স্বজনরা।

 

গুগল নিউজে (Google News) নবকন্ঠ২৪’র সকল খবর পেতে ফলো করুন

 

পরে তাকে উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পানিতে ডুবে শিশুমৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, `ডোবার পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে বলে শুনেছি। নিহতের পরিবার থানায় বিষয়টি অবগত করেননি।’


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ