ঢাকা ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২১
পটুয়াখালী : পটুয়াখালীর মির্জাগঞ্জ শুক্রবার(০৫ মার্চ) সকালে নিজ ঘরের রুয়ার সাথে গলায় ফাঁস দিয়ে মোসাঃ রেশমা (২৩) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে।
নিহত রেশমা উপজেলার মাধবখালী ইউনিয়নের উত্তর চৈতা গ্রামের মৃত কালাম পন্ডিতের মেয়ে ও একই গ্রামের মোঃ বশির উদ্দিন মৃধার স্ত্রী।
মৃত্যু রেশমার স্বামী বশির উদ্দিন জানায়, তিনি একজন দিন মজুর। রেশমার সাথে তার চার বছর আগে বিয়ে হয় এবং তিন বছরের ছেলে রয়েছে। প্রতিদিনের মত সকালে কাজে যায় সে।ঘরের ভিতর সাড়া-শব্দ না পেয়ে আমার বড় ভাইয়ের স্ত্রী লাকী বেগম ঘরের সামনে আসিয়া দরজা বন্ধ দেখে পিছনের দরজায় গিয়ে ডাক দিলেও কোন সাড়া না দিলে, টিনের বেড়ার ছিদ্র দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখে ডাক-চিৎকার দিলে স্থানীয় লোকজন এসে উদ্ধার করে।
এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ (ওসি) এইচ এম মহিবুল্লাহ জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তদন্ত অব্যাহত আছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক