সারাবাংলা

মিন্নির আপিল গ্রহণ, অর্থদণ্ড স্থগিত

By admin

November 04, 2020

 

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত মিন্নির আপিল শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট। একইসঙ্গে অর্থদণ্ড স্থগিত করেছে আদালত।

 

বুধবার (৪ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন।

 

প্রসঙ্গত, গত ৪ অক্টোবর বরগুনার রিফাত হত্যা মামলায় মিন্নিসহ মৃত্যুদণ্ড প্রাপ্ত ছয় আসামির ডেথরেফারেন্স হাইকোর্টে আসে।

 

এর আগে, ৩০ সেপ্টেম্বর এই মামলায় নিহত রিফাতের স্ত্রী মিন্নিসহ ৬ আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দেন বরগুনার আদালত। একইসঙ্গে ৪ জনকে খালাস দেওয়া হয়।