বিনোদন

মা হচ্ছেন অভিনেত্রী মারিয়া নূর

By admin

February 03, 2022

 

জনপ্রিয় উপস্থাপিকা ও অভিনেত্রী মারিয়া নূরের ১১ বছরের সংসার জীবনে নতুন অতিথি আসছে। স্বামী সাইফুল আলম জুলফিকারের বুকে মাথা রাখা একটি ছবি সামাজিকমাধ্যমে পোস্ট করে এই সুখবর জানিয়েছেন মারিয়া নিজেই।

 

বুধবার (২ জানুয়ারি) রাতে শেয়ার করা ছবিটির ক্যাপশনে মারিয়া লেখেন, ‘জীবনে নতুন একটি অ্যাডভেঞ্চার শুরু হলো। আমি মা হচ্ছি। ’

 

মারিয়া নূর ও সাইফুল আলম জুলফিকার ২০১১ সালের ১৫ জুন বিবাহবন্ধনে আবদ্ধ হন। সেই হিসাবে টানা ১১ বছরের সংসার জীবনে তাদের।

 

সবশেষ মারিয়া নূর ‘স্ট্রেট ড্রাইভ’ নামের শো সঞ্চালনা করেছেন। এছাড়া মোস্তফা সরয়ার ফারুকীর ওয়েব সিরিজ ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’, মাসুম শাহরিয়ারের নাটক ‘লা পেরুজের সূর্যাস্ত’ এবং মেহেদি হাসান জনির ‘হেরে যাবার গল্প’ ওয়েব ফিল্মে অভিনয় করেছেন।