পটুয়াখালীর গলাচিপায় তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটি ও মারামারির ঘটনায় মা-মেয়েসহ তিন নারী আহত হয়েছেন। ওই সময় আহত মা-মেয়েকে অবরুদ্ধ করে রাখা হলে ৯৯৯-নম্বরে কল করে মুক্তি পান তারা। পরে পুলিশ তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে ওই উপজেলার গোলখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গোলখালী গ্রামে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ওই গ্রামের মিলন মাতুব্বরের সঙ্গে প্রতিবেশী আবু সাইদ মাতুব্বর ও মহসিন মাতুব্বরের জমিজমা নিয়ে দীর্ঘ দিন যাবত বিরোধ চলছিল। মঙ্গলবার বিকেলে মিলন মাতুব্বরের স্ত্রী শিরিন সুলতানা বাড়ির পাশের টিউবওয়েল থেকে পানি আনতে গেলে মহাসিন মাতুব্বরের স্ত্রী আনোয়ারা বেগমের সঙ্গে তার কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে শিরিন সুলতানাকে বেধড়ক মারধর করে আবু সাইদ মাতুব্বর, রাকিব মাতুব্বর ও আনোয়ারা বেগম। ওই সময় শিরিনের চিৎকারে তার মেয়ে তানজিলা আক্তার এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। এরপর মা-মেয়েকে একটি ঘরে অবরুদ্ধ করে রাখা হয়। পরের তানজিলা ৯৯৯-নম্বরে কল করলে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
অভিযুক্ত আনোয়ারা বেগম বলেন, শিরিন ও তার মেয়ে তানজিলা আমাকে বেধড়ক মারধর করেছে।
গলাচিপা থানার ওসি শওকত অনোয়ার বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।