বরগুনা : বরগুনার তালতলী উপজেলায় স্ত্রী ও মায়ের কথা কাটাকাটিকে কেন্দ্র করে, মাকে ফিরিয়ে আনতে না পেড়ে এক সন্তানের জনক বাবুল মৃধা(৩২)নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
সোমবার (১১ জানুয়ারী) দিবাগত রাতে উপজেলার শারিকখালী ইউনিয়নের পশ্চিম বাদুরগাছা গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি (১২ জানুয়ারী) মঙ্গলবার দুপুরে নিশ্চিত করেছেন তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
স্থানীয় ও পরিবার ও পুলিশ সূত্রে জানাগেছে, ২০১২ সালে পারিবারিক ভাবে একই ইউনিয়নের নলবুনিয়া এলাকার মৃত্যু বাদল খাঁন এর কন্যা মনিরা বেগমের সাথে, পশ্চিম বাদুরগাছা গ্রামের নসু মৃধার পুত্র বাবুল মৃধার সাথে বিবাহ হয়। বিয়ের পর থেকেই পুত্র বধুর সাথে শাশুড়ীর বনিবনা হচ্ছিলোনা, গত এক সপ্তাহ ধরে বাবুলের মায়ের সাথে তার স্ত্রীর সাথে কথার কাটাকাটি হয়। এর জের ধরে পুত্র বধু ও সন্তানের উপর রাগ করে মা পিয়ারা বেগম তার বাবার বাড়ি চলে যান।
মাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য সোমবার সকালে, বাবুল পাশের গ্রাম কচুপাত্রা তার নানার বাড়িতে গিয়ে, মাকে ফিরিয়ে আনার চেষ্টা করে ব্যর্থ হয়ে অভিমান করে চলে আসে।
এরপর থেকেই পরিবারের সদস্যরা সারাদিন বাবুলকে খোজাঁখুজিঁ করে। বাবুলের স্ত্রী সোমবার দিবাগত রাতে, প্রকৃতির ডাকে ঘরের বাইরে বের হলে। বসতঘরের পশ্চিম পাশে রেইনট্রি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় বাবুলের মৃ’ত্যুদেহ দেখতে পেয়ে ডাক চিৎকার করেন। পরে স্থানীয় লোকজন থানায় খবর দেয়।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান মিয়া বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তবে পারিবারিক কলহের জেরে এ আত্মহ’ত্যার পথ বেছে নিতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা হচ্ছে।