ঢাকা ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৩
মালয়েশিয়ায় পৃথক অভিযানে ৭৯ বাংলাদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন মালয়েশিয়া ও পুলিশ ডিপার্টমেন্ট। শুক্রবার (১৩ অক্টোবর) তাদের আটক করা হয়।
এর মধ্যে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে একটি নির্মাণ স্থাপনায় অভিযান চালিয়ে ২৪ বাংলাদেশিকে আটক করা হয়। অভিযানে ইন্দোনেশিয়ার সাত নাগরিক ও ভারতের এক নাগরিককেও আটক করেছে জালাতান ইমিগ্রেশন মালয়েশিয়া এবং পুলিশ ডিপার্টমেন্ট।
শুক্রবার (১৩ অক্টোবর) কুয়ালালামপুরের বুকিত কিয়ারা এলাকায় নির্মাণ স্থাপনাটিতে অভিযান চালানো হয়। অভিযানে নির্মাণ স্থাপনাটি বন্ধের নির্দেশ দেওয়া হয়।
শনিবার (১৪ অক্টোবর) কুয়ালালামপুর সিটি হল কর্তৃপক্ষ (ডিবিকেএল) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, কাজ করার সঠিক অনুমোদনপত্র না থাকায় ৩২ নির্মাণ শ্রমিককে আটক করা হয়। এছাড়াও এদের অনেকেই ভিন্ন কাজের ওয়ার্ক পারমিট নিয়ে নির্মাণ স্থাপনায় কাজ করছিলেন।
অন্যদিকে, মালয়েশিয়ার জহুর রাজ্যের একটি পাম বাগানে অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র না থাকায় ৫৫ বাংলাদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। এসময় বৈধ কাগজপত্রহীন মিয়ানমারের ৬২, ভারতীয় ২৮, ইন্দোনেশীয় ২৬ পুরুষ ও ৫ জন নারী, পাকিস্তানি ১৬, চীনা ২ এবং একজন তিমুর লেস্তের নাগরিকসহ মোট ১৯৫ জনকে আটক করে জহুর ইমিগ্রেশন পুলিশ।
শনিবার (১৪ অক্টোবর) জহুর ইমিগ্রেশনের ভেরিফাইড ফেসবুক পেজ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, পুলিশ শুক্রবার (১৩ অক্টোবর) রাজ্যের জহুর বারু জেলার গেলাং পাতার পাম বাগানের দুটি পৃথক স্থানে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত অভিযান চালায়। অভিযানে ৬৪১ জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও ভিসা (কাগজপত্র) যাচাই বাছাই করা হয়। এদের মধ্যে ১৯৫ জনের কাছে বৈধ কাগজপত্র না থাকায় তাদের আটক করা হয়েছে।
আটকদের বয়স ১৯ থেকে ৬৯ বছরের মধ্যে। এদের মধ্যে ইউএনসিএইচআর শরণার্থী কার্ডধারীও রয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক