ঢাকা ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২১ পূর্বাহ্ণ, নভেম্বর ৫, ২০২০
মার্কিন নির্বাচনে দুই গুরুত্বপূর্ণ পদে জয় পেয়েছেন দুই আমেরিকান-বাংলাদেশি।
এর মধ্যে কিশোরগঞ্জের শেখ রহমান ডেমোক্র্যাট দলের হয়ে জর্জিয়ার স্টেট সিনেটর হিসেবে দ্বিতীয়বারের মত নির্বাচিত হয়েছেন। শেখ রহমানের নির্বাচনী এলাকার ভোটারের সংখ্যা ছিলো ১৪ হাজার ৯০৪ জন। এর মধ্যে শ’খানেক বাংলাদেশি আমেরিকান। বাকিরা সবাই ভিন্ন ভাষা, বর্ণ আর ধর্মের।
আর নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্য থেকে বিপুল ভোটের ব্যবধানে হাউজ অব রিপ্রেজেন্টেটিভ নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আবুল বি. খান। এ নিয়ে টানা চারবার নির্বাচিত হলেন এই রিপাবলিকান নেতা। ১৯৮১ সালে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান পিরোজপুরের ভান্ডারিয়ার আবুল খান।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক