বরগুনা

‘মারিয়া আমার জান’ লেখা চিরকুট নিয়ে স্কুলছাত্রের আত্মহত্যা!

By admin

November 01, 2020

 

আমতলী : বরগুনার তালতলীতে ‘মারিয়া আমার জান’ লেখা একটি চিরকুট সঙ্গে নিয়ে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। নিহত অষ্টম শ্রেণিতে পড়ুয়া ওই স্কুলছাত্রের নাম জোবায়ের হোসেন রিয়াজ (১৪)।

 

আজ সকালে নিজ বাড়ির বাগানের একটি গাছ থেকে পুলিশ ঝুলন্ত অবস্থায় রিয়াজের মরদেহ ও পকেট থেকে একটি চিরকুট উদ্ধার করেছে। এ ঘটনায় তালতলী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

 

উপজেলার বড়বগী ইউনিয়নের হরিনখোলা গ্রামের বাসিন্দা কামাল মুন্সীর ছেলে রিয়াজ।

 

পুলিশ জানায়, রিয়াজ মুন্সীর প্যান্টের পকেটে থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়। চিরকুটে লেখা রয়েছে ‘মা আমাকে ক্ষমা করে দিও। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, ‘মারিয়া আমার জান’।’ প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে রিয়াজের সাথে জনৈক মারিয়া নামের ওই মেয়েটির প্রেমের সম্পর্ক ছিলো। কোনো কারণে তাদের এ সম্পর্কের টানাপোড়েন চলতে থাকায় স্কুলছাত্র রিয়াজ আত্মহত্যার পথ বেঁচে নিয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মিয়া বলেন, মরদেহের প্যান্টের পকেট থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।