অন্যান্য

মায়ার পাহাড় বাড়ি

By admin

July 07, 2023

 

মায়ার পাহাড় বাড়ি সেথায় আছে , ভালোবাসার কুঞ্জ সারিসারি।

 

হঠাৎ! মা ডাকলো , সন্ধ্যা যে,ঘনিয়ে এলো কইরে মা সিঁথি ?

 

 

ডোবা থেকে হাঁস গুলোরে, নিয়ে আইনা বাড়ি। আমি বললাম, যাচ্ছি মা একটু তো সবুর করো।

 

তোতার সাথে কথা বলছি, রাগ করেছে , কথা বলছে না। আমার সাথে,করছে যে আড়ি।

 

ভাই বললো………………… বোন, হরিণডাঙার মেলায় যাবো কি আনবো তোর জন্য ? আমি বললাম, গম্ভীর স্বরে সেবারও তো বলেছিলাম, এনে দিও কাঁচের চুড়ি।

 

 

ভাই বললো………………….. আচ্ছা বাবা রাগ করিস না, কথা দিলাম চুড়ি আনবো,আলতা আনবো আনবো রঙিন শাড়ি।

 

মায়ার পাহাড় বাড়ি যেথায় আছে, ভালবাসার কুঞ্জ সারিসারি।

লেখক: হাবিবা আক্তার