ঢাকা ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৯ পূর্বাহ্ণ, মার্চ ১৯, ২০২৩
নবকন্ঠ ডেস্ক, বরিশাল:: মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে বাস খাদে পড়ে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। রোববার সকালে শিবচরের কুতুবপুর এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, ইমাদ পরিবহনের একটি বাস খাদে পড়ে ১৪ জনের প্রাণহানি হয়েছে। হাসপাতালে নেয়ার পথে আরো ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্র জানায়, খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের বাসটি শিবচরের কুতুবপুর এলাকায় এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে নিচে পড়ে যায়। এতে দুমড়েমুচড়ে যায় বাসটি। পরে বাসের ভেতর থেকে ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়।
শিবচর হাইওয়ে পুলিশের ওসি আবু নাঈম মো. মোফাজ্জেল হক জানান, নিহতের সংখ্যা আপাতত ১৬ জন। আরো হতাহতের আশঙ্কা রয়েছে। উদ্ধার কাজ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক