সারাবাংলা

মাদক মামলায় এক ব্যক্তির ১০ বছরের কারাদণ্ড

By admin

September 28, 2020

 

বরিশাল: বরিশালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় রাজু আহম্মেদ নামে এক মাদককারবারিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার অর্থদণ্ড করা হয়েছে।

 

সোমবার (২৮ সেপ্টেম্বর) জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক কে এম শহীদ আহম্মেদ এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত রাজু বরিশাল নগরের পলাশপুর গুচ্ছগ্রাম এলাকার ভাড়াটিয়া ও আমিরগঞ্জ বাটনা এলাকার হারুন খানের ছেলে।

 

আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১ জুন গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম পলাশপুর গুচ্ছগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে ১০৫ পিস ইয়াবাসহ আটক করেন। এ ঘটনায় ওইদিনই সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করেন। একই বছর ৫ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তানজিল আহমেদ তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। ট্রাইব্যুনাল আট জনের সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন।

 

রায় শেষে দণ্ডপ্রাপ্ত রাজুকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।