মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি ছিলেন মাজারের খাদেম সেজে

প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২২

মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি ছিলেন মাজারের খাদেম সেজে
নিউজটি শেয়ার করুন

 

নবকন্ঠ ডেস্ক, বরিশালঃ দশ বছর আগে ছদ্মবেশ ধারণ করে মাজারের খাদেমের দায়িত্ব নেন মো. আবুল কাশেম (৫৮)।শুক্রবার (১৮ মার্চ) ভোরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া মাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

 

তিনি ইউনিয়নের উত্তর দমদমিয়া গ্রামের মৃত এজাহার মিয়ার ছেলে।

 

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দমদমিয়া মাজার থেকে মো. আবুল কাশেমকে গ্রেফতার করে পুলিশ। তিনি পৃথক দুটি মাদক মামলার তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি।

 

তিনি আরও জানান, ১০ বছর আগে আবুল কাশেম জেল থেকে জামিনে বের হন। এরপর মামলার ঘটনা আড়াল করতে দমদমিয়া মাজারের খাদেম হিসেবে নিয়োজিত হন। এরপর লম্বা চুল ও দাঁড়ি রেখে ছদ্মবেশ ধারণ করেন তিনি।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ