শিরোনাম

মাদকসেবী ছেলের আঘাতে মুক্তিযোদ্ধা বাবার মৃত্যু

By admin

March 04, 2022

 

নবকন্ঠ ডেস্ক, বরিশালঃ মাদকসেবী ছেলের কুড়ালের আঘাতে বীর মুক্তিযোদ্ধা বাবার মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে সিলেটের বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের তাজপুর গ্রামে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

 

জানা গেছে, মাদকসেবী জসিম উদ্দিনকে মাদক সেবন না করার জন্য চাপ দিলে ক্ষিপ্ত হয়ে তিনি তার বীর মুক্তিযোদ্ধা বাবাকে কুড়াল দিয়ে আঘাত করেন। এ সময় স্থানীয়রা আহত অবস্থায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজকে (৭৫) প্রথমে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠায়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

খবর পেয়ে বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায় এক দল পুলিশ নিয়ে তাজপুর গিয়ে অভিযুক্ত জসিম উদ্দিনকে গ্রেফতার করে। জসিম উদ্দিন হলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজের প্রথম স্ত্রীর ছেলে। এদিকে ছেলের কুড়ালের আঘাতে বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) জাকির হোসেন।

 

স্থানীয়রা জানান, গত কয়েক দিন থেকে ছেলে জসিম উদ্দিনের সাথে তার বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজের মনোমালিন্য চলছিল। বৃহস্পতিবার দুপুরে তিনি মাদক সেবনসহ বিভিন্ন বিষয় নিয়ে পুত্রের সাথে ঝগড়া করেন। এ সময় ক্ষিপ্ত হয়ে জসিম তার হাতে থাকা কুড়াল দিয়ে পিতা মুক্তিযোদ্ধা আব্দুল আজিজের মাথায় আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়লে আশপাশের লোকজন ছুটে এসে তাকে হাসপাতালে নিয়ে যান।

 

বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায় বলেন, আমরা ঘটনাস্থল থেকে অভিযুক্ত জসিম উদ্দিনকে গ্রেফতার করেছি। এখনো ঘটনার মূল কারণ জানা যায়নি। পুলিশ চেষ্টা করছে মূল রহস্য উদঘাটন করার।