তুমি আমার স্বপ্ন মাগো তুমি আমার আশা তুমি আমার জীবন সূর্য তুমি ভালবাসা।
যে দিকেতে দেখি মাগো দেখি তোমার মুখ তোমার মুখটা দেখলে মাগো মনে আসে সুখ।
তুমি ছাড়া বাঁচবো নাগো একটা দিনও আমি তুমি আমার স্বপ্ন মাগো এই কথাটিই জানি।
যখন যেথাই যাই মাগো তুমি থাকো অন্তরে তোমার মুখটা ভুলি নাগো মনে পরে বারে বারে। কাজে কর্মে উৎসাহ তুমি তুমিই প্রেরণা তুমি কাছে থাকলে মাগো সহিতে পারি, সকল যাতনা।
কাজের শেষে বাড়ি ফিরি দেখি তোমার মুখ সকল কষ্ট ভুলি মাগো মনে আসে সুখ।
তুমি হলে শান্তিদায়ী বটো বৃক্ষের মত তোমার তলায় আশ্রিত আমি ঝড় তুফানে শত। অসুখ যখন করে মাগো থাক আমার পাশে ঘুমের ঘোরেও পাই যে তোমায় নিঃশ্বাসে প্রশ্বাসে।
শত আঘাত কর আমায় ছাড়বো না তোমায় কভূ তোমায় কত ভালোবাসি জানে শুধু প্রভূ। ভুল যদি কিছু করিও মা মনেরি ভুলে ক্ষমা করে দিও মাগো নিজো মাতৃ গুণে।
কষ্ট অনেক করেছো মা আমারি জন্য তোমার মত মা পেয়ে মা আমি যে ধন্য। শত কষ্টের অশ্রু মাগো তোমার দুটো চেখে তুমি যখন কাঁদ মাগো আমিও কাঁদি দুঃখে।
মোছাতে পারিনি মাগো তোমার দুটো চোখ অপরাধী মনটা আমার নীরবে করে শোক।
আশায় আশায় বুক বাঁধি মা, হাসাবো তোমার মুখ। প্রভূ আমায় শক্তি দিও ঘোচাতে মায়ের দুঃখ।