মাগো তুমি কোথায় গেলে জানতে ইচ্ছে করে তোমার কথা মনে হলে অশ্রু চোখে ঝরে।
আশায় আশায় চেয়ে আছি আসবে তুমি ফিরে মাগো তোমার ছাড়া একলা ঘরে সময় কাটে না।
তোমার মত স্নেহের পরশ দিয়ে দেয় না কেউ মাথায় হাত মাগো তুমি কেমন আছো জানতে ইচ্ছে করে।
মাগো তোমার ছেলে এখন আছে অপেক্ষাতে মাগো তুমি আবার কখনো কি আসবে ফিরে তোমার জন্য অপেক্ষা করে তোমার একটি ছেলে।
লেখকঃ সাংবাদিক আব্দুস সামাদ