বরগুনা

মাকে নিয়ে স্ট্যাটাস দেওয়ার ৩০ মিনিট পরই ছেলের মৃত্যু

By admin

February 01, 2022

 

বাবা-মাকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দেওয়ার ৩০ মিনিট পরই বরগুনার পাথরঘাটায় মুজাহিদুল ইসলাম সজীব নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

 

সোমবার বেলা ৩টার দিকে ঢাকার কোনাবাড়ি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন তিনি। গাজীপুরে ইসলাম গ্রুপের ইসলাম গার্মেন্টে (ইউনিট ২) মার্চেন্ট এজিএম পদে কর্মরত ছিলেন সজীব। বিষয়টি নিশ্চিত করেছেন সজীবের দুলাভাই মোনায়েম খান লিটু।

 

সজীব পাথরঘাটা পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের অবসরপ্রাপ্ত বিমানবাহিনীর কর্মকর্তা মৃত আবদুর রশীদ মিয়ার ছোট ছেলে।

 

ইসলাম গার্মেন্টসের (ইউনিট ২) ফ্যাশন ডিজাইনার ফয়সাল আহমেদ জানান, ডেস্কে কাজ করার একপর্যায়ে বেলা ৩টার দিকে ওয়াসরুমে গিয়ে হাতমুখ ধুয়ে সজীব আবার তার আসনে বসেন। এ সময় তিনি চেয়ার থেকে পড়ে গেলে অন্য সহকর্মীদের সহায়তায় অফিসের মধ্যেই নামাজের স্থানে নিয়ে শোয়ানো হয়। অবস্থা খারাপের দিকে গেলে স্থানীয় কোনাবাড়ি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

সজীব তার পার্সোনাল ফেসবুক আইডিতে তার মাকে নিয়ে যে স্ট্যাটাস দিয়েছিলেন, তা হুবহু পাঠকদের জন্য তুলে ধরা হলো।

 

‘দ্বীমত থাকতেই পারে; কিন্তু আমি জানি এবং বিশ্বাস করি, ইনকাম যত কষ্টেরই হোক না কেন! তবে নিজের বাবা-মায়ের মুখে খাবার তুলে দেওয়া, বাবা-মায়ের দেখাশোনা করার দায়িত্ব শুধু অনেক বেশি সৌভাগ্যবানরাই নিতে পারেন।

 

নিজের বাবা-মাকে সম্মান করুন, শ্রদ্ধা করুন এবং ভালোবাসুন। বাবা-মা যে কি জিনিস তা যাদের বাবা-মা নেই, তাদের কাছে জিজ্ঞাসা করুন, তাদের থেকে ভালো উত্তর আর কেউ-ই দিতে পারবেন না।