মাইকের ঘোষনায় সরকারী গাছ কাটার হিড়িক, ইউএনও’ হস্তক্ষেপে বন্ধ!

প্রকাশিত: ১:০৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৩

মাইকের ঘোষনায় সরকারী গাছ কাটার হিড়িক, ইউএনও’ হস্তক্ষেপে বন্ধ!
নিউজটি শেয়ার করুন

 

জিহাদুল ইসলাম, কালিয়া নড়াইল:: মাইকের আকস্মিক ঘোষনায় নড়াইলের নড়াগাতী থানার খাশিয়াল ও জয়নগর ইউনিয়নে রাস্তার সরকারী গাছ কাটার হিড়িক পড়েছে। ৮ ফেব্রুয়ারী (বুধবার) থানার খাশিয়াল, পুটিমারী, পাকুড়িয়া ও দেবদুন এলাকায় এ গাছ কাটা শুরু করে স্থাণীয়রা। বিষয়টি গুজব হওয়ায় ইউএনও কালিয়ার হস্তক্ষেপে বন্ধ হয়।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ওই সমস্ত এলাকায় মাইকে ঘোষণা দিয়ে ৩ দিনের মধ্যে রাস্তার পাশের গাছ সরিয়ে ফেলার নির্দেশ দিলে এ গাছ কাটার হিড়িক পড়ে।

 

 

পাকুড়িয়া গ্রামের সাবেক মেম্বার মাহামুদ জানান বিগত একদিন আগে দুটি লোক ঠিকাদার পরিচয়ে তার সাথে রাস্তার পাশের গাছ কেটে ফেলার বিষয়ে কথা বলে জানান শিঘ্রই রাস্তার কাজ শুরু হবে এবং এরপরেই মাইকে ঘোষণা আসায় গাছ কাটা শুরু করে স্থানীয়রা।

 

 

বিষয়টি সাংবাদিকরা জানতে পেরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মিসেস আফরিন জাহানকে জানালে বিষয়টি জেলা ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে গুজব বলে নিশ্চিত হন এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহন করে গাছ কাটা বন্ধ করেন। এছাড়া কোন সূত্র থেকে গুজব ছড়ানো হয়েছে সেটা খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ