ঢাকা ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২২
মহিপুর প্রতিনিধি:: পটুয়াখালীর মহিপুর থানার আলিপুর বাজার সংলগ্ন ধানক্ষেত থেকে ১১ বছরের এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ।
৪ নভেম্বর (শুক্রবার) সকাল আনুমানিক দশ টার দিকে লতাচাপলী ইনিয়নের আলীপুর বাজারের পূর্বপাশে একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের সূত্রে, মৃত কিশোরীর নাম মোসা. সাকিবুন্নাহার, তিনি ৭ নং লতাচাপলী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মৃত মো. ইমাম হোসেন মাঝির মেয়ে। মৃত কিশোরী তার মায়ের সাথে আলিপুরে মোঃ জসিম উদ্দিনের বাসায় ভাড়া থাকতো।গতকাল রাতে ওই কিশোরী তার মায়ের সঙ্গে অভিমান করে আলীপুর ভাড়ার বাসা থেকে নিখোঁজ হয়।
নিহত কিশোরীর পরিবারের সদস্যরা রাতে অনেক খোঁজাখুজি করে তাকে পায়নি। সকালে স্থানীয়রা ধানক্ষেতে তার মরদেহ ভাসতে দেখে পুলিশকে জানায়।
মহিপুর থানার ওসি খোন্দকার মোঃ আবুল খায়ের জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। কিশোরীর মৃত্যুর রহস্য তদন্ত সাপেক্ষ আইনি ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক