সারাবাংলা

মহানবীকে কটূক্তির স্ট্যাটাস শেয়ার, বিএনপির নেতাসহ গ্রেপ্তার ৩

By admin

November 05, 2020

 

ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তি করে দেওয়া স্ট্যাটাসকে ঘিরে উত্তেজনা সৃষ্টির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে কিশোরগঞ্জের হোসেনপুর পৌর বিএনপির আহ্বায়ক একেএম শফিকুল ইসলামসহ (৪১) তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

গ্রেপ্তার হওয়া অন্য দুজন হলেন—সোহেল রানা ওরফে সোহেল হায়দার (২৪) ও সৌরভ হোসেন (২১)। আজ বৃহস্পতিবার ভোররাতে হোসেনপুর পৌর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

জানা যায়, গ্রেপ্তার হওয়া পৌর বিএনপির আহ্বায়ক একেএম শফিকুল ইসলাম হোসেনপুর পৌরসভার মেয়র পদে নির্বাচনের জন্য আগাম প্রচারণা চালিয়ে আসছিলেন।

 

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মোস্তাফিজুর রহমান জানান, ময়মনসিংহের ভালুকা উপজেলার ‘গাংগাটিয়া ছাত্র সংঘ’ নামের একটি ফেসবুক আইডি থেকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করা হয়। এই স্ট্যাটাস হোসেনপুরের তিন যুবক তাদের ফেসবুক আইডি থেকে উস্কানিমূলক বক্তব্য দিয়ে প্রচার করে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করে। এই অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়।

 

ওসি আরও জানান, এ বিষয়ে হোসেনপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মতিন বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে হোসেনপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ জেলা কারগারে পাঠানো হয়েছে।