ঢাকা ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, মে ২৯, ২০২৩
আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি-২ আসনের মাননীয় সাংসদ, ১৪ দলের সমন্বয়ক ও মূখপাত্র আলহাজ্ব অমির হোসেন আমু এমপি’র সৌজন্যে ঝালকাঠির নলছিটি উপজেলার অর্ধ শতাধিক মসজিদে মুসল্লিদের সুবিধার্থে বৈদ্যুতিক সিলিং ফ্যান পৌছে দেয়া হয়েছে। এ কার্যক্রমে সার্বিক সহযোগীতা করে প্রশংসা কুড়িয়েছে নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক লীগ।
ঝালকাঠি জেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক মোঃ শফিকুল ইসলাম শফিক’র তত্ত্বাবধায়নে নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট হাসান আলম সুমন ও যুগ্ম আহবায়ক মোঃ মশিউর রহমান খান এর ব্যবস্থাপনায় এ কার্যক্রমে অন্যান্যদের মধ্যে অংশ নেয় স্বেচ্ছাসেবক লীগ নেতা মহিউদ্দিন খান নয়ন, দুলাল হোসেন তালুকদার, রাকিব আকন, সোহাগ হাওলাদার, রুবেল শিকদার প্রমূখ।
সোমবার (২৯ মে ) নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট হাসান আলম সুমন বলেন, আমার নেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপি মহোদয়ের নির্দেশে উপজেলার বিভিন্ন মসজিদে আমু এমপি মহোদয়ের সৌজন্যকৃত বৈদ্যুতিক সিলিং ফ্যান পৌছে দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। উপজেলার অর্ধ শতাধিক মসজিদে এক বা একাধিক বৈদ্যুতিক সিলিং ফ্যান পৌছে দেয়া হয়েছে। এ কার্যক্রম এখনও অব্যহত রয়েছে।
তিনি আরও জানায়, ঝালকাঠি জেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক শফিক ভাইয়ের পরামর্শে এ কার্যক্রম সুন্দর হয়েছে। ব্যবস্থাপনার শতভাগ কৃতিত্ব তার।
নলছিটি শিকদারপাড়া কাজী বাড়ি জামে মসজিদ, খাজুরিয়া জামে মসজিদ, গৌরীপাশা মল্লিকবাড়ি জামে মসজিদ, দক্ষিণ পূর্ব সূর্যপাশা তালুকদার বাড়ি জামে মসজিদ, মেরহার শামসীয়া দরবার শরীফ, সারদল হাওলাদার বাড়ি জামে মসজিদ, দক্ষিণ পাওতা চেয়ারম্যান বাড়ি মসজিদ, নান্দিকাঠি সিড গোডাউন জামে মসজিদ সহ অন্যান্য সকল মসজিদের মুসল্লিরা এমন উদ্দ্যোগকে স্বাগত জানিয়ে আমু এমপি মহোদয়ের দীর্ঘায়ু ও সু-স্বাস্থ্য কামনা করেন।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক