সুনামগঞ্জের দোয়ারাবাজারে মসজিদে আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শামছুন নূর (৬৫) নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুন) সন্ধ্যা পৌনে ৭টায় নিজ গ্রাম সোনাইনগর জামে মসজিদে মাগরিবের আজান দিতে গেলে এ ঘটনা ঘটে।
মো. শামছুন নূর উপজেলার দোহালিয়া ইউনিয়নের জীবনপুর (সুনাইনগর) গ্রামের মৃত রোয়াব আলীর পুত্র। দীর্ঘদিন ধরে তিনি ওই মসজিদের অস্থায়ী মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা পৌনে ৭টায় নিজ গ্রাম সোনাইনগর জামে মসজিদে মাগরিবের আজান দিতে যান। এ সময় মাউথপিস ধরামাত্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান শামছুন নূর। এ সময় তিনি মসজিদের ভেতর একাই ছিলেন।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।