শিরোনাম

মসজিদের টাকা আত্মসাত করলেন ইউপি চেয়ারম্যান

By admin

November 16, 2022

 

বরিশাল, নবকন্ঠ ডেস্ক:: গাইবান্ধা সদরে একটি মসজিদের নামে সরকারি বরাদ্দের টাকা তুলে নিয়ে আত্মসাতের অভিযোগ উঠেছে রামচন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মোসাব্বীর হোসেনের বিরুদ্ধে।

 

 

জানা গেছে, সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের রোস্তমের মোড়ে অবস্থিত নূরে রহমত জামে মসজিদের নামে ২০২১-২২ অর্থবছরে গ্রামীণ অবকাঠোমো রক্ষণাবেক্ষণ উন্নয়ন প্রকল্পে মসজিদ সংস্কার বাবদ বরাদ্দ দেওয়া হয় ৫৫ হাজার টাকা। ওই টাকা মসজিদের বর্তমান সভাপতি মাহবুর রহমান মসজিদ কমিটি কিংবা কোনো মুসল্লিকে না জানিয়ে নিজেই প্রকল্প সভাপতি হয়ে তুলে নেন। পরে মসজিদ কমিটির হাতে মাত্র ১৪ হাজার দিয়ে বাকি ৪১ হাজার টাকা সভাপতি, ইউপি সদস্য ও চেয়ারম্যান ভাগ বাটোয়ারা করে নেন।

 

 

এ বিষয়ে নূরে রহমত জামে মসজিদের তৎকালীন সভাপতি মো. নূর ইসলাম বলেন, নারী ইউপি সদস্যের স্বামী মাহবুর রহমান আমাদের ১৪ হাজার টাকা দিয়েছেন। মসজিদের নামে কোনো বরাদ্দ ছিল কি না তা আমরা জানি না। আমাদের আর কোনো টাকা দেওয়া হয়নি। টিআর প্রকল্প সম্পর্কে আমাদের জানানোও হয়নি।

 

গুগল নিউজে (Google News) নবকন্ঠ২৪’র সকল খবর পেতে ফলো করুন

 

তবে অভিযুক্ত মাহবুর রহমান প্রথমে অর্থ আত্মসাতের বিষয় অস্বীকার করলেও পরে সব স্বীকার করেন। তিনি বলেন, প্রকল্পটা ইউনিয়ন পরিষদ থেকে পাইছি। আমার স্ত্রী এই ওয়ার্ডের ইউপি সদস্য। আমাদের একটা ফোরাম আছে। ছয় ইউপি সদস্যকে ৩ হাজার করে টাকা দিছি। চেয়ারম্যানকে দেওয়া লাগছে পাঁচ হাজার আর মসজিদে ১৪ হাজার টাকা। কিছু টাকা অফিস খরচ গেছে বাকিটা আমার বউ আর আমার।

 

 

অপরদিকে, একই অর্থবছরে টিআর এর দ্বিতীয় পর্যায়ে ইউনিয়নের জগৎরায় গোপালপুরের জাবালে রহমত জামে মসজিদের নামে বরাদ্দ দেওয়া হয় ৫৭ হাজার টাকা। ইউপি চেয়ারম্যান ওই মসজিদ কমিটির সভাপতি আবুল কাশেমকে প্রকল্প সভাপতি বানিয়ে মসজিদে ২৫ হাজার টাকা দিয়ে বাকি ৩২ হাজার টাকা আত্মসাত করেন।

 

 

জাবালে রহমত জামে মসজিদের সভাপতি আবুল কাশেম বলেন, চেয়ারম্যান আমাদের প্রকল্পের কথা জানিয়ে শর্ত দিয়েই ২৫ হাজার টাকা দিয়েছে। আমরা যদি তাতে রাজি না থাকতাম তবে এই ২৫ হাজার টাকাও তিনি অন্যখানে দিতেন বলে জানিয়েছিলেন। তাই আমরা রাজি হয়েছি।

 

 

অর্থ আত্মসাতের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মোসাব্বীর হোসেন অস্বীকার করে বলেন, মসজিদ-মাদরাসার টাকা আমরা খাই না। কেউ যদি বলে থাকে তা মিথ্যা বলেছে।

 

 

তবে অফিস খরচের নামে অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আনিছুর রহমান। তিনি বলেন, সরকারি নিয়ম অনুযায়ী স্ট্যাম্পের টাকা ছাড়া অফিস খরচ হিসেবে অতিরিক্ত কোনো টাকা নেওয়া হয় না। অফিস খরচ নেওয়ার বিষয়টি ভিত্তিহীন।

 

 

এসব বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল আলম বলেন, প্রকল্পের টাকা আত্মসাতসহ সকল অভিযোগের বিষয়ে আমরা খোঁজ-খবর নেব। অভিযোগ প্রমাণিত হলে অর্থ ফেরতসহ তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।