মন্দিরে হামলার ঘটনার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২১

নিউজটি শেয়ার করুন

 

কুমিল্লার ঘটনা ও এর পর দেশের বিভিন্ন জেলায় সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বরিশালে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।

 

সোমবার (১৮ অক্টোবর) নগরীর প্রাণকেন্দ্র সদররোডে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ করে বরিশালের ইস্কন মন্দির সহ বিভিন্ন হিন্দু সম্প্রদয় সংগঠন।

 

বরিশাল ইস্কন মন্দির কমিটি সভাপতি দূলভ প্রভুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ইস্কন সাধারণ সম্পাদক বলরাম প্রভু, মানিক মূখার্জী কুডু, তমাল মালাকার,সুনঞ্জিত দত্ত লিটু,অমিত ভ্রমন প্রমুখ। বক্তারা বলেন, দুর্গাপূজা চলাকালীন কুমিল্লা, চট্টগ্রাম, চাঁদপুর, নোয়াখালী, সিলেটসহ দেশের বিভিন্ন প্রান্তে যেভাবে মন্দির, প্রতিমা, হিন্দুদের বাড়িঘর ভাঙচুর, শতাধিক হিন্দু সম্প্রদায়ের মানুষ ও পুলিশ সদস্যকে পিটিয়ে জখম করা হয়েছে তা কোনো স্বাধীন দেশের সভ্য মানুষের কাজ হতে পারে না।

 

পরে নগরীতে বিক্ষোভ মিছিল সহকারে জেলা প্রশাসক দপ্তরে গিয়ে প্রধানমন্ত্রী বরাবর হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা, মন্দির সংস্কার সহ হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে স্বারকলিপি প্রদান করে তারা ।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ