মনপুরায় মটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২১

মনপুরায় মটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
নিউজটি শেয়ার করুন

 

ভোলা : ভোলার মনপুরায় ভাড়ায়চালিত মটরসাইকেল দূর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত হন।

 

গতকাল মঙ্গলবার রাত ১০ টায় উপজেলার রামনেওয়াজ তুলাতলী বাজারে সড়কের ওপর এই দূর্ঘটনা ঘটে। বুধবার দুপুরে নিহত ওই ব্যবসায়ীর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

 

নিহত ব্যবসায়ী হলেন, উপজেলা মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ বাজারের মুদি ব্যবসায়ী হাজী নুরুল ইসলাম (৬০)।

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাতে নিহত ব্যবসায়ী হাজি নুর ইসলাম নিজের ব্যবসায়ী প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে ছিলেন। এই সময় নিয়ন্ত্রন হারিয়ে ভাড়া চালিত মটরসাইকেল ধাক্কা মেরে ফেলে দেয়। পরে গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।

 

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন জানান, মটরসাইকেল দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।


নিউজটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

আমাদের ফেসবুক পেজ