বরিশাল বিভাগ

মনপুরায় চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে বৃদ্ধার মৃত্যু

By admin

January 28, 2021

 

মনপুরা : ভোলার মনপুরায় চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা সেবা নিয়ে বাড়ি ফেরার পথে মটর সাইকেল দূর্ঘটনায় শতবর্ষী এক বৃদ্ধা নিহত হন।

 

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলার মনপুরা ইউনিয়নের কাউয়ারটেক বাজার সংলগ্ন ডিসি সড়কের ওপর এই দূর্ঘটনা ঘটে।

 

র্দূঘটনায় নিহত বৃদ্ধা হলেন, উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নের কাউয়ারটেক গ্রামের বাসিন্দা মৃত হেজু মিয়ার স্ত্রী শতবর্ষী আনোয়ারা বেগম।

 

এই ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আবাসিক ডাঃ শিপন পাল জানান, সড়ক দূর্ঘটনায় নিহত বৃদ্ধা হাসপাতাল নিয়ে আসার পূর্বে মৃত্যুবরণ করে।

 

মনপুরা থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, মটর সাইকেল দূর্ঘটনায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।