ভোলা : ভোলার মনপুরায় গাঁজা বিক্রি করার সময় একজনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার বাংলাবাজার থেকে আটক করে থানা হাজতে নিয়ে আসে পুলিশ।
আটককৃত গাঁজা বিক্রেতা হলেন, উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাসিন্দা আবদুল হাসেম এর ছেলে নুর আলম (২২)।
এই ব্যাপারে মনপুরা থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, উপজেলার বাংলা বাজার থেকে একজন গাঁজা বিক্রেতাকে আটক করে রোববার সকাল ১০ টায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।