বরিশাল বিভাগ

মনপুরায় গণধর্ষণ মামলায় তিন যুবক গ্রেফতার

By admin

September 12, 2020

 

ভোলার মনপুরায় ১৫ বছরের এক কিশোরীকে গণধর্ষণের দায়ে ৩ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে মনপুরা থানা পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন সাকিল, করিম ও যুবায়ের। তাদের বাড়ি মনপুরা উপজেলার কুলাগাজীর তালুক গ্রামে।

 

শুক্রবার ওই কিশোরীর খালা বাদি হয়ে মনপুরা থানায় ধর্ষণ মামলা দায়ের করলে পুলিশ ৪ আসামির মধ্যে ৩ জনকে গ্রেফতার করে।

 

মনপুরা থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান, ঢাকার কেরানীগঞ্জের আমিন পাড়া এলাকার বাসিন্দা ওই কিশোরী সম্প্রতি ভোলার মনপুরা উপজেলার আন্দিরপাড় এলাকায় তার খালার বাড়ি বেড়াতে আসে। গত ৭ সেপ্টেম্বর রাতে কিশোরী প্রকৃতির ডাকে ঘরের বাইরে বের হলে ওই ৪ যুবক তাকে জোর করে তুলে নিয়ে স্থানীয় একটি স্কুলঘরের ভিতর পালাক্রমে ধর্ষণ করে।