বরিশাল বিভাগ

মনপুরার মেঘনা নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

By admin

April 07, 2021

 

ভোলার মনপুরার মেঘনা নদী অজ্ঞাতপরিচয় (৪০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

বুধবার (০৭ এপ্রিল) দুপুরে উপজেলার রামনেওয়াজ লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

তবে মরদেহটি ঢাকার নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে দুর্ঘটনা কবলিত লঞ্চের যাত্রী হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।

 

স্থানীয় সূত্র জানায়, উপজেলার রামনেওয়াজ ঘাট সংলগ্ন মেঘনায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশের একটি দল গিয়ে মেঘনা থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করে।

 

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আবদুল্লাহ আল মামুন জানান, মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। মরদেহটি ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি লঞ্চ ডুবির কোনো যাত্রীর হতে পারে, তবে তার নিশ্চিত হওয়ায় যায়নি। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।