মধ্যরাতে শীতার্তদের হাতে কম্বল তুলে দিলেন তারিক সাঈদ

প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২১

মধ্যরাতে শীতার্তদের হাতে কম্বল তুলে দিলেন তারিক সাঈদ
নিউজটি শেয়ার করুন

 

রিয়াজ উদ্দিন খান : গতকাল মতিঝিলে গভীর রাতে ছিন্নমূল ও গরিব দুঃখী শীতার্ত মানুষের মাঝে কম্বল নিয়ে বিতরন করেন ঢাকা দক্ষিন স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সাধারন সম্পাদক তারিক সাঈদ।

 

জানা যায়, তারিক সাঈদ দেশের প্রতিটি ক্লান্তি লগ্নেই অসহায় মানুষের পাশে থাকেন। এই শীতের শুরু থেকেও তিনি প্রতিদিন ঢাকা দক্ষিনের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করে আসছেন। তারই ধারাবাহিকতায় গতকাল গভীর রাতেও মতিঝিলে ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরন করেন মানবিক এই নেতা।

 

এ সময় তারিক সাঈদ বলেন, ক্ষুধা মুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। এ সময় তিনি সকলের উদ্দ্যেশ্যে বলেন মানুষ মানুষের জন্য আসুন যার যার অবস্থান থেকে আমরা অসহায় দুস্থ মানুষের পাশে দাড়াই। সবাই মিলে গড়ে তুলি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ। এ সময় বিভিন্ন থানা, ওয়ার্ডের সভাপতি সাধারন সম্পাদক সহো, ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ