শিরোনাম

মধুমতী নদীর ভাঙন রোধে পদক্ষেপ নেয়ার দাবিতে মানববন্ধন

By admin

October 07, 2023

 

জিহাদুল ইসলাম, নড়াইল:: নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নে মধুমতী নদীর ভাঙ্গনে মহা আতঙ্কে  মঙ্গলপুর গ্রামবাসী। ভিটা মাটি হারানোর দুঃস্বপ্নে দিনযাপন করছে নদী পাড়ের মানুষগুলো। তাই ভাঙ্গন প্রতিরোধের দাবীতে ৭ অক্টোবর (শনিবার) সকাল ৯ টায় মধুমতী নদীর ভাঙ্গন কবলিত স্থানে মানববন্ধন করে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

 

 

এ সময় বক্তব্য রাখেন, মোঃ ছবেদ আলী মোল্যা, জসিম মোল্যা, ছিদ্দিক চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা লিকু কাজী, ইদ্রীস কাজী, বৃদ্ধা রোমেচা বেগম ও নিজেলা বেগম প্রমুখ।

 

 

বক্তারা বলেন, ইতিপূর্বে নদী ভাঙ্গনে গ্রামের শতাধিক ঘরবাড়ি ও রাস্তা বিলীন হওয়ায় তারা মানবেতর জীবন যাপন করছে। গতবছর সাংসদ মাশরাফি বিন মর্তুজার কৃপায় কিছু জায়গায় জিওব্যাগ দেওয়ায় ভাঙ্গন রোধ হয়েছে। তবে পশ্চিম সীমানায় কুদ্দুস মীরের বাড়ী থেকে পূর্বে বালা মোল্যার বাড়ী পর্যন্ত নদী বেঁধে দিলে গ্রামটি রক্ষা পেত বলে জানান। এছাড়া একটি সরকারী রাস্তা, মসজিদ ও এতিমখানাও রয়েছে হুমকিতে। আশু পদক্ষেপ না নিলে যে কোন সময় বিলিন হতে পারে অনেক বসতি।