ঢাকা ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২২
মঠবাড়িয়া প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উত্তর মঠবাড়িয়া গ্রামের নির্মল চাঁদ ঠাকুর বাড়িতে ৯৬ ফুট উচ্চতার বড়দা কালী প্রতিমার পূজা অনুষ্ঠিত হচ্ছে।
শুক্রবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এ বিশালাকৃতির কালী প্রতিমার পূজা আগামী রোববার শেষ হবে। সরস্বতী পূজার আগের দিন রাত থেকে তিন দিনব্যাপী এ বড়দা কালী পূজা ও সরস্বতী উৎসব ঘিরে দেশের দূরদূরান্ত থেকে লক্ষাধিক মানুষের পদচারণা ঘটে উপজেলা বহেরাতলা এলাকার এ ঠাকুর বাড়িতে।
মন্দিরের সেবায়েত সন্তোষ মিস্ত্রী জানান, ৩২ বছর ধরে এ ঐতিহ্যবাহী কালি পূজা শুরু হয়ে টানা তিন দিন উৎসব চলে। ১৯৯০ সালে তিন ফুট উচ্চতার কালী প্রতিমা দিয়ে এ মন্দির প্রাঙ্গণে পূজা শুরু হয়। প্রতিবছর প্রতিমার উচ্চতা বাড়তে বাড়তে এবার ৯৬ ফুটের প্রতিমা নির্মিত হয়। এ ছাড়া ৯৮ ফুট লম্বা মহাদেব প্রতিমাও নির্মাণ করা হয়েছে।
প্রতিবছরের ন্যায় এবারও এ বিশালকৃতির প্রতিমা দর্শণে দেশের দূরদুরান্ত হতে হাজার হাজার হিন্দু ধর্মালম্বী ভক্তবৃন্দসহ অন্যান্য ধর্মের অনুসারী মানুষ এ উৎসব স্থলে সমবেত হচ্ছেন। এ বড়দা কালি পূজা উৎসব ঘিরে উৎসবস্থলে মেলাও অনুষ্ঠিত হচ্ছে।
কালী পূজার আয়োজক শ্রী নির্মল চন্দ্র চাঁদ ঠাকুর জানান, ৩২ বছর ধরে এ পূজা অনুষ্ঠিত হচ্ছে। একবার গায়ে জলবসন্ত (গুটি) রোগে মহামারি দেখা দেয়। হরি মন্দিরের সেবায়েত স্বপ্নে কালী পূজা দেওয়ার জন্য নির্দেশনা পান। এরপর থেকে প্রতিবছর এ কালী পূজার আয়োজন চলে আসছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক বলেন, এত বড় কালী প্রতিমা এশিয়ার কোনো দেশে আছে কি না আমার জানা নেই, এটাই হয়তো এশিয়ার সবচেয়ে বড় কালী প্রতিমা।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক