ঢাকা ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২১
পিরোজপুর : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় খেলনা কিনে দেওয়ার কথা বলে এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় মাসুম (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাতে উপজেলার তুষখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাসুম আলগী পাতাকাটা গ্রামের রত্তন হাওলাদারের ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আসাদ জানান, আলগী পাতাকাটা গ্রামের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ওই ছাত্রীকে গত ১৮ ফেব্রুয়ারি সকালে খেলনা কিনে দেওয়ার কথা বলে একই এলাকার সাগর (১৮) পাশের একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।
এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে সাগর ও তার সহযোগী মাসুমকে আসামি করে সোমবার রাতে মঠবাড়িয়া থানায় একটি মামলা করেন।
মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান জানান, গ্রেফতার মাসুমকে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে, অন্য আসামিকে গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক