মঠবাড়িয়ায় সাজাভোগকারী শিক্ষিকার বেতন-ভাতা বন্ধ

প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২২

মঠবাড়িয়ায় সাজাভোগকারী শিক্ষিকার বেতন-ভাতা বন্ধ
নিউজটি শেয়ার করুন

 

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় লোহার গরম খুঁন্তি দিয়ে গৃহ পরিচারিকার লজ্জাস্থানসহ শরীরের বিভিন্ন স্থানে ছ্যাকা দেয়া মামলার সাজাভোগকারী সেই শিক্ষিকা দিলারা আক্তার এমিলির বেতন-ভাতা বন্ধ করা হয়েছে। সম্প্রতি একটি স্মারকে উপজেলা শিক্ষা অফিসার অচ্যুতানন্দ দাস মামলা সংক্রান্ত আইনগত জটিলতার কারণে ওই শিক্ষিকার বেতন-ভাতা বন্ধ করে দেন।

 

জানাগেছে,‌ সহকারি শিক্ষিকা দিলারা আক্তার এমিলি ২০০২ সালে উপজেলার ৮৯নং সাপলেজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকুরীরত অবস্থায় তার বাসার পরিচারিকাকে লোহার গরম খুঁন্তি দিয়ে ছ্যাকা দিয়ে শরীরের বিভিন্ন অংশ পুড়ে দেয়।

 

ওই মামলায় তার সাজা হলে আইনের বিভিন্ন ফাঁক ফোকর দিয়ে চাকুরিতে পুর্নবহাল হন এবং ৬৮নং পশ্চিম সেনের টিকিকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের পর শিক্ষার্থীদের সাথে দুর্ব্যবহার, বিদ্যালয়ে নিয়মিত না আসা সহ বিভিন্ন অনিয়মে জড়িয়ে পরেন। এমনকি এলাকার লোকজনের সাথেও বিভিন্ন মামলা মোকদর্মায় জড়িয়ে পরেন। তাছাড়া ওই এলাকার দুলাল নামে একজনকে হত্যা চেষ্টা মামলায় দিলারা আক্তার ২০২০ সালে পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে কারাবাসও করেন।

 

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অচ্যুতানন্দ দাস জানান, ওই শিক্ষিকার মামলা সংক্রান্ত আইনগত জটিলতা থাকার কারণে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা না পাওয়া‌ পর্যন্ত তার বেতন-ভাতাতি স্থগিত করা হয়েছে।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ