মঠবাড়িয়া : পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলার বিভিন্ন এলাকায় শুক্রবার রাতভর অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পলাতক ৪৩ আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মাসুদুজ্জামান মিলু জানান, শুক্রবার রাতভর বিশেষ অভিযান চালিয়ে থানা ও আদালতে দায়ের হওয়া বিভিন্ন মামলার গ্রেপ্তারী পরোয়ানা নিয়ে পালিয়ে বেড়ানো ৪৩ আসামীকে গ্রেপ্তার করা হয়।
পরে জামিন নামা (রিকল) যাচাই বাছাই করে ৩৩ জনকে ছেড়ে দেয়া হয়। অন্য ১০ আসামীকে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।