পিরোজপুর

মঠবাড়িয়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

By admin

December 04, 2020

 

পিরোজপুর : পিরোজপুরের মঠবাড়িয়ায় অজ্ঞাত যুবকের (৩০) জাম্বুরা গাছ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

 

বৃহস্পতিবার রাতে উপজেলার দক্ষিন মিঠাখালী ওয়াবদা সড়কের পাশে একটি জাম্বুরা গাছের সাথে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসি পুলিশে খবর দেয়। খবর পেয়ে ওই রাতেই ঘটনা স্থল থেকে থানা পুলিশ অজ্ঞাত যুবকের লাশ উদ্ধর করে।

 

মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান জানান, লাশ উদ্ধার করে পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।