বরিশাল, নবকন্ঠ ডেস্ক :: পিরোজপুরের মঠবাড়িয়ার সোহরাব হোসেন (৫২) নামে এক মাদ্রাসা শিক্ষকের বসতঘর ও সীমানা বেড়া ভেঙে নেয়া সহ বিভিন্ন মালামাল লুটে নেয় প্রতিপক্ষরা।
সম্প্রতি উপজেলার পূর্ব সাপলেজা ঝাটিবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মাদ্রাসা শিক্ষক মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়ার ম্যাজিস্ট্রে আদালতে আহসান (হাসান) ও সফিকুল ইসলামের বিরুদ্ধে মামলা করেন।
আহসান (হাসান) ও সফিকুল ইসলাম উপজেলার পূর্ব সাপলেজা ঝাটিবুনিয়া গ্রামের মৃত তোফাজ্জেল হোসেনের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত সামসুল হক খলিফার ছেলে মাদ্রাসা শিক্ষক সোহরাব হোসেন ২০১৬ সালে বসত বাড়ি তৈরী করেন। চাকুরীর সুবাদে সোহরাব হোসেন পশ্চিম সেনের টিকিকাটা গ্রামে বসবাস করেন।
সম্প্রতি প্রতিপক্ষ আহসান (হাসান) ও সফিকুল ইসলাম তার জমির মধ্যে জমি পাবে বলে দাবী করে বসতঘর ও সীমানা বেড়া ভেঙে নেয়া সহ বিভিন্ন মালামাল লুটে নেয়। তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামানা করেন।
এব্যাপারে সরেজমিনে গিয়েও আহসান (হাসান) ও সফিকুল ইসলাম বলেন, দুপাশে আমাদের জমি। তিনি (মাদ্রাসা শিক্ষক) আমাদের না জানিয়ে জমি কিনল কেন ?