মঠবাড়িয়ায় মাদক মামলার পলাতক আসামী গ্রেপ্তার

প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, মে ১৬, ২০২২

নিউজটি শেয়ার করুন

 

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় মাদক মামলার পালাতক আসামী সোহেল মিয়া (২৬) কে ৬ বছর পর গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

 

গ্রেপ্তারকৃত সোহেল মিয়া উপজেলার মানিকখালী গ্রামের আবদুস সালামের পুত্র।

 

থানা সূত্রে জানাগেছে, ২০১৬ সালের ১১ জুন সোহেল মাদকসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে জেল হাজতে যায়। পরে জামিন পেয়ে সে এলাকা ছেড়ে পালিয়ে যায়। সে অদ্যাবদি পালাতক ছিল। তার বিরুদ্ধে তদন্ত শেষে আদালতে চার্জসিট দাখিল করে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে অভিযান চালিয়ে উপজেলার মানিকখালী গ্রাম থেকে মাদক ব্যবসায়ী সোহেলকে গ্রেপ্তার করে।

 

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নুরুল ইসলাম বাদল জানান, গ্রেপ্তারকৃত মাদক মামলার আসামী সোহেলকে সোমবার দুপুরে মঠবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপের্দ করা হয়।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ