পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়ায় মনিরুজ্জামান মনির (৩৫) নামে এক মাদকবিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২ অক্টোবর) রাত ৩টার দিকে উপজেলার আমরবুনিয়া গ্রাম থেকে তাকে একশ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
মনির উপজেলার ধানীসাফা ইউনিয়নের আমরবুনিয়া গ্রামের সামসুল হক শেখের ছেলে।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ মো. মাসুদুজ্জামান জানান, মনির একাধিক মাদক মামলার আসামি। শুক্রবার (২ অক্টোবর) দিবাগত গভীর রাতে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে।