পিরোজপুর : জমি সংক্রান্ত বিরোধের জেরে পিরোজপুরের মঠবাড়িয়ায় এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। সোমবার সকাল ৯টার সময় উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামে এ ঘটনাটি ঘটে।
আহত ইসমাইল ফরাজীর বড় ভাই মো. জালাল ফরাজী জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে একই এলাকার ঈমাম কবিরাজ ও তার পরিবারের লোকজন মিলে ইসমাইল ফরাজীকে এলোপাথাড়ি কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা হাসপাতালে ভর্তি করেন।
তিনি আরো জানান, এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। ঈমাম কবিরাজের সাথে মোবাইলে যেগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেনি।