মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : সৌদি আরবে কর্মরত অবস্থায় প্রবাসি দুলাল মিয়ার মৃত্যু হয়। এদিকে তার বিধবা স্ত্রী ও কন্যাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে বসত বাড়ি দখল করে নিয়েছে ওই প্রবাসির ভাই ও বোন। মঙ্গলবার দুপুরে মঠবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন মৃত সৌদি প্রবাসি দুলাল মিয়ার মেয়ে লিমা আক্তার।
লিখিত বক্তব্যে তিনি বলেন, তার পিতা দুলাল মিয়া সৌদি আরবের কর্মরত থাকা কালীন ২০১৭ সালের ৩ জুন মারা যান। এরপর তার ছোট চাচা নজরুল ইসলাম ও ফুপু শিউলী আক্তার বাড়ি ঘর ও সম্পত্তি আত্মসাৎ করার জন্যে পায়তারা শুরু করেন। এক পর্যায় আমার মা রীমা বেগমের নামে ভূয়া তালাকনামা তৈরী করে আমাদের ওপর নির্যাতন চালায়। ২০১৭ সালের ৪ নভেম্বর আমার পিতার জে.এল ৩১. গিলাবাদ মৌজার এস.এ ১৮২৯ নম্বর দাগে নির্মিত পাকা বসতবাড়ি থেকে মা ও আমাকে মারধর করে তাড়িয়ে দেয়।
অভিযুক্ত নজরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, পৈত্রিক জমিজমার বিষয়ে আমি আদালতে একটি বন্টন মামলা করেছি। ওই মামলায় মা ও মেয়ে হাজিরা না দিয়ে বিভিন্ন স্থানে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
স্থানীয় দাউদখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ফজলুল হক রাহাত এসকল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মা-মেয়েকে বিভিন্ন মিথ্যা মামলা দিয়েও হয়রানি করে আসছে নজরুল ইসলাম।
এ মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেয়ে মা ও মেয়েকে তাদের বসতঘরে তুলে দেওয়া হয়েছিল। পরে তাদের উচ্ছেদ ও হয়রানির বিষয়ে কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।