মঠবাড়িয়ায় বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৩

মঠবাড়িয়ায় বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু
নিউজটি শেয়ার করুন

 

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বিদ্যুতায়িত হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার মিরুখালী বাজারে এ ঘটনা ঘটে।নিহত মিঠু হাওলাদার (৩০) চালিতাবুনিয়া গ্রামের নিরঞ্জন হাওলাদারের ছেলে। তিনি ওই বাজারে লালু রায়ের রাইস মিলে কাজ করত।

 

 

রাইস মিলের ম্যানেজার উত্তম চন্দ্র হাওলাদার জানান, শনিবার দুপুরে মিঠু মিল ভবনের দোতলার ছাদে যান। এ সময় ভবনের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে মাথার সম্পর্শ লাগে। এতে তিনি ছিটকে রাস্তায় পড়ে গুরুতর জখম হন। পরে দ্রুত মিঠুকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।


নিউজটি শেয়ার করুন

আমাদের ফেসবুক পেজ