ঢাকা ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২১
পিরোজপুর : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ৫ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করেছে বন বিভাগ।
সোমবার রাতে উপজেলার সাপলেজা বাজারসংলগ্ন একটি বাড়ি থেকে অজগরটি উদ্ধার করা হয়। উৎসাহী লোকজন সাপটিকে এক নজর দেখতে ঘটনাস্থলে ভিড় জমান বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে উপজেলার সাপলেজা বাজারসংলগ্ন আলতাফ হোসেন মৃধার বাড়ির উঠানে অজগরটি স্থানীয় লোকজন দেখতে পান।
পরে সেনিটারি রিং ও স্লাব ব্যবসায়ী আবদুল জলিল সাপটিকে ধরে একটি খাঁচায় বন্দি করে রাখেন।
মঠবাড়িয়া উপজেলা বন কর্মকর্তা মো. ফকর উদ্দিন জানান, জলিলের বাড়িতে খাঁচায় বন্দি অজগার সাপটিকে সোমবার রাতে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকালে বন বিভাগের শরণখোলা রেঞ্জের কর্মকর্তাদের মাধ্যমে অজগরটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক