ঢাকা ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২২
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় এক প্রবাসীর স্ত্রী (৩৪)কে হাত-পা বেধে ধর্ষণ করার অভিযোগ উঠেছে অপর এক প্রবাসীর বিরুদ্ধে।
এ ঘটনায় ওই প্রবাসীর স্ত্রী বাদি হয়ে গত ১৪ মার্চ রাতে প্রতিবেশী হাফিজুর রহমানের (৪২) বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় একটি মামলা করেন। ৫ দিন অতিবাহিত হলেও অভিযুক্ত হাফিজুরকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। হাফিজুর সম্পর্কে ওই গৃহবধূর চাচা শ্বশুর হন।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ সোনাখালী গ্রামের ইয়াসিন হাওলাদারের ছেলে সিঙ্গাপুর প্রবাসী হাফিজুর ওই প্রবাসীর স্ত্রীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিলো। গত ৪ মার্চ বিকেলে প্রবাসীর স্ত্রীকে বাড়িতে একা পেয়ে কৌশলে হাত-পা বেধে হাফিজুর ধর্ষণ করে। এ সময় প্রবাসীর স্ত্রী আত্মরক্ষার চেষ্টা করতে গিয়ে কোমড় ও পিঠে আঘাত পান।
এব্যাপারে অভিযুক্ত হাফিজুর রহমানের বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে তার ভাবী (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, জমি সংক্রান্ত বিরোধে একটি সাজানো মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানী করা হচ্ছে।
এ ব্যাপারে মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। মামলার তদন্ত অব্যাহত রয়েছে। আসামী গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Design & Developed By ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক